হাওড়া, ২০ আগস্ট:- “সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক” ব্যানার পড়লো হাওড়া শহর জুড়ে। সেনাপতিকে (অভিষেক ব্যানার্জী) মাঠে নেমে দল এবং রাজ্য সরকারকে বাঁচানোর আবেদন জানিয়ে ব্যানার হাওড়া শহরে। আরজি করের ঘটনায় কার্যত ‘কোণঠাসা’ রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের সাথে সাথে সাধারণের মানুষের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য সরকার।
সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসনও। এমনকি তৃণমূলের আন্দরেও উঠে এসেছে বিস্তর সমালোচনা। এই সমস্যা থেকে দলকে বাঁচাতে পারেন একমাত্র অভিষেক ব্যানার্জী, এমনটাই অভিমত দলের অনেকের। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষও আবেদন করেছেন অভিষেক ব্যানার্জীকে মাঠে নামার। সেই মতোই এবার হাওড়া বিভিন্ন জায়গায় পড়লো ব্যানার।