হাওড়া, ১৯ আগস্ট:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরো একটি বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে সোমবার যৌথভাবে মৌন মিছিল করলো হাওড়া মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতি (সেন্ট্রাল) এবং পোড়া হাট ব্যবসায়ী সংগ্রাম সমিতি। এদিন সংগঠনের তরফ থেকে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। পোড়াহাট ব্যবসায়ী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক দিলীপ দত্ত বলেন, “এক বছর আগে জনৈক প্রোমোটার পোড়াহাটে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই উদ্দেশ্যেই আজকের এই মৌন মিছিল।
হাটের গেট থেকে শুরু করে ঘুরে জেলাশাসকের বাংলো হয়ে আবার গেটে এসেছি।” হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, “অগ্নিকাণ্ডের পর বছর ঘুরে গেলেও আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলোনা। এদিন মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল বার করা হয়েছিল। এই দিনটা কালো দিন হিসেবে বার্তা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছিল। যা আশ্বাস দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি। এখানকার ব্যবসায়ীরা অবহেলিত। অবহেলা এবং বঞ্চনার প্রতিবাদেই এদিন এই মৌন মিছিল।”