হুগলি, ১৮ আগস্ট:- চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর কাণ্ডের অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে ও শান্ত বাংলাকে অশান্ত করার রাম বামের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলী চুঁচুড়া পৌরসভার জনপ্রতিনিধিগণ ও অন্যান্য পৌরসভা,পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতৃত্বরা। এ বিষয় নিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন বাংলা জননীতি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বস্তরে ও রাজ্যব্যাপী নির্দেশকে মান্যতা দিয়ে আরজিকর কাণ্ডের দোষীদের মৃত্যুদণ্ড দাবী নিয়ে আজ দ্বিতীয় দিনে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছি।
তিনি বলেন আজ রবিবার দিন পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী সিবিআই কে শেষ সময় সীমা বেঁধে দিয়েছেন। আজকের মধ্যেই সিবিআই এই নরকীয় কান্ডের দোষীদের অবিলম্বে সামনে নিয়ে এসে কঠোর শাস্তি দাবি জানাক। তিনি বলেন আগামীকাল রাখি উৎসব। তাই আমরা সকলে মিলে বঙ্গভঙ্গ বিপক্ষে গিয়ে সকলের হাতে রাখি বন্ধন উৎসব পালন করব। তারপর মুখ্যমন্ত্রী যার নির্দেশ দেবে তাই আগামী দিনে পালন করব।