এই মুহূর্তে জেলা

চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে এবার হুগলিতে পথে নামলেন আইনজীবীরাও।

হুগলি, ১৬ আগস্ট:- হুগলি জেলা আদালতের আইনজীবীরা, আদালত কর্মচারীরা চুঁচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন।ঘড়ির মোরে এক মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করেন। নারকিয় এই ঘটনার দ্রুত বিচার দাবী করেন। মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল, নূতন রায়রা বলেন, হুগলি জেলা জজ কোর্টের সব আইনজীবীরা সিদ্ধান্ত নিই আর জি কর ঘটনার বিচার পর্ব যা চলছে চলুক। আমরা এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছি।

মহিলা কর্মচারীরা এখন রাস্তায় বেরোয় তাদের কর্ম ক্ষেত্রে যায় সেখানে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা আশা করব তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন। এদিনের প্রতিবাদে সামিল হয় হুগলি জেলা বার অ্যাসোসিয়েশন, হুগলি বার অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ল’ক্লার্ক অ্যাসোসিয়েশন, সিভিল ইউনিট ও আদালত কর্মচারী সমিতি।