এই মুহূর্তে জেলা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় রিষড়ার গ্রীণ ভলেন্টিয়ার্স।

হুগলি, ১৬ আগস্ট:- আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রিষড়ার সুভাষ নগর মোড়ে সামাজিক সংগঠন গ্রীন ভলেন্টিয়ারের সদস্যরা মোমবাতি মিছিল করে নিরব প্রতিবাদে সামিল হলেন, সংগঠনের পক্ষ থেকে অসিতাভ গাঙ্গুলী এবং সমীরণ বসু জানালেন চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আগামী দিনে এ রাজ্যের নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে, শপথ নিতে হবে এ ধরনের ঘৃণ্য অপরাধ মানব সমাজ থেকে দ্রুত দূর করার।

আমাদের গ্রীন ভলেন্টিয়ার সংগঠন অতি মারির সময় যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ছিল যা নাগরিক সমাজের দৃষ্টান্ত স্থাপন করেছিল, এখন সময় এসেছে মানবিক সমাজ গঠন করে নাগরিকদের নিয়ে প্রতিবাদে সামিল হবার।