হুগলি, ১২ আগস্ট:- আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষন করে হত্যার প্রতিবাদ জেলাতেও। আর জি করে চিকিৎসকদের দাবী না মানা হলে তাঁরা কাজ করবেন না, আন্দোলনও চলবে বলে জানিয়েছেন। হুগলি জেলার পোলবা গ্রামীন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্য কর্মিদের দাবী দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। সরকারি হাসপাতালের এই ঘটনা মহিলা স্বাস্থ্য কর্মিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। হাসপাতালে সিসি ক্যামেরা থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তার জন্য থানা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পোলবা গ্রামীন হাসপাতালের স্বাস্থ্য কর্মিরা পরিষেবা চালু রেখে প্রতিবাদে সামিল হয়েছেন। হুগলি জেলা হাসপাতাল সহ অন্য হাসপাতাল গুলোতে প্রতিবাদ হলেও রোগিদের কথা ভেবে পরিষবা বন্ধ হয়নি।