এই মুহূর্তে জেলা

জলের তোড়ে হুগলিতে ভাঙলো ব্রিজ, বিচ্ছিন্ন তিন জেলার যোগাযোগ ব্যবস্থা।

হুগলি, ৫ আগস্ট:- হুগলির খানাকুলের গুরুত্বপূর্ণ ব্রিজ আজগুবি তলার ব্রিজ। যা আজ সকালেই ভেঙে, ভেসে গেলো জলের তোড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল তিন জেলার মধ্যে। বর্তমানে ৩০ সেকেন্ডের রাস্তা যেতে লাগবে আড়াই ঘণ্টা। সমস্যায় তিন জেলার মানুষ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন খানাকুল ২ ব্লক এর প্রশাসন। পাশাপাশি থানার আধিকারিকরাও। ঘাট কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও জলের কাছে হার মানে। পারলেন না বাঁচাতে কাঠের ব্রিজটি।

শেষমেষ নদীর জল বাড়ার ফলে গ্রাস করে নিলো অর্ধেক ব্রিজ। খানাকুল দুই ব্লকের তৃণমূল সভাপতি রমেন প্রামানিক বলেন, বর্তমানে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। প্রশাসন অনুরোধ করবো দ্রুত ব্যবস্থা নিতে। ঘটনার পর থেকেই চলছে পুলিশই নজরদারি। সাধারণ মানুষ আসছে ভাঙা ব্রিজের মুখে দাঁড়িয়েই তুলছে সেলফি, ভিডিও। যেকোনো রকম দুর্ঘটনাটা এড়াতে প্রশাসন সদা সতর্ক।