হাওড়া, ৩০ জুলাই:- ফের অভিযোগ উঠলো রেলের বিরুদ্ধে। রেলের শেডের কাজের সময় বেশ কয়েক ফুট উঁচু থেকে নিচে পড়ে যান এক ঠিকা শ্রমিক। দীর্ঘক্ষণ পড়ে থাকলেও আহতকে নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে। অ্যাম্বুলেন্স এলেও রেলের নিয়মে তাকে উদ্ধার করা যায়নি।
পরবর্তীকালে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আহতকে ম্যাটাডোরে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগ, উঁচুতে উঠে কাজ করানো হলেও ওই শ্রমিকের ছিলনা সেফটি বেল্ট। হাওড়া স্টেশনের পার্সেল গোডাউনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।