এই মুহূর্তে জেলা

গতকালের দুর্ঘটনার পর পুরসভা ও পুলিশ যৌথভাবে নিমাইতীর্থ ঘাট পরিদর্শনে।

হুগলি, ৩০ জুলাই:- গতকালের নিমাইতীর্থ ঘাটের দুর্ঘটনার পড়ে যাত্রী নিরাপত্তার জন্য নড়ে চড়ে বসে প্রশাসন। আজ পুরসভার ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যৌথভাবে পরিদর্শনে করা নিমাই তীর্থ ঘাট সংলগ্ন বিভিন্ন দোকানপাট। শ্রাবণ মাস জুড়ে নিমাই তীর্থ ঘাট সংলগ্ন এলাকায় বিভিন্ন ছোট বড় দোকান গজিয়ে ওঠে আবার কিছু স্থায়ী দোকানও রয়েছে সেখানে।

গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ্য লক্ষ্য পুন্যার্থী বৈদ্যবাটির বিভিন্ন ঘাট থেকে জল তুলে তারকেশ্বরে উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ঘাটের পাশে এইসব দোকানগুলিতে খাওয়া-দাওয়া করেন পাশাপাশি বিশ্রাম নেন। তাই সেসব দোকানগুলি কতটা পাকাপোক্তভাবে করা হয়েছে সে সমস্ত বিষয় খতিয়ে দেখলে বৈদ্যবাটি পুরসভার আধিকারিকরা সঙ্গে ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। বেশ কিছু পুরনো স্থায়ী দোকানকে চিহ্নিতকরণ করা হয়েছে অবিলম্বে তাদের দোকান মেরামতি করার কথা জানানো হয়েছে পুরসভার তরফ থেকে।