এই মুহূর্তে জেলা

পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ নয়,নাগরিক কনভেনশন চন্দননগরে।

হুগলি, ২৬ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা গুলোর সঙ্গে বৈঠকের পর গোটা রাজ্যজুড়ে পৌরসভা ও কর্পোরেশন এলাকায় চলছে সরকারি জায়গা দখলদারী উচ্ছেদ। পৌর এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই দখলদারদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা ফিরিয়ে নিতে উদ্যোগ হয়েছে পৌর প্রশাসন। প্রথমে নোটিশ তারপরে মাইকে প্রচারে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সরকারি জায়গা যেন হকাররা ছেরে দেন। জায়গা ছেড়ে না দেওয়ায় পৌরসভা এবং কর্পোরেশনের পক্ষ থেকে সেই সরকারি জায়গা দখলমুক্ত করছে প্রশাসন। চন্দননগর উর্দি বাজারে গত ২২ জুলাই এই অভিযান চালানো হয়।

আর এই উচ্ছেদের বিরুদ্ধে সরব হয় চন্দনগর কর্পোরেশনার এলাকায় সংযুক্ত নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকে আজ বিক্ষোভ দেখানো হয় চন্দনগর কর্পোরেশনের সামনে। সংযুক্ত নাগরিক কমিটির সদস্যদের দাবি পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। সুপ্রিম কোর্টের ২০১৪ সালের আইন আছে এনিয়ে। বিগত দিনে চন্দনগর কর্পোরেশনের বাম বোর্ড হকারদের পুনর্বাসন দিয়েই তবে উচ্ছেদ করেছিল এই তথ্য তুলে ধরে সোচ্চার হন বিক্ষোভ কারিরা।