এই মুহূর্তে জেলা

চন্ডীতলায় চলন্ত বাসের চাকা খুলে পুকুরে, চালকের বুদ্ধিতে প্রানে বাঁচল যাত্রীরা।

হুগলি, ২৫ জুলাই:- দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি বাস আরামবাগ ডিপো থেকে ধর্মতলায় যাচ্ছিল। যাত্রী বোঝাই ছিল। চন্ডীতলার কলাছড়া এলাকায় অহল্যা বাই রোডে বাসের সামনের ডানদিকের চাকা খুলে বেরিয়ে যায়। চাকা গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে। চাকা খুলে যাওয়ায় বাস টলমল হয়ে পড়ে। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাস দাঁড় করিয়ে দেন। ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসচালক শেখ শাহাবুদ্দিন জানিয়েছেন, আরামবাগ থেকে বাস ছাড়ার পর সোদপুর এর কাছে চাকা থেকে আওয়াজ হচ্ছিল।

শিয়াখালাতেও সেই আওয়াজ হয়।বাস থামিয়ে একবার দেখা হয়। তারপর বাস চলতে থাকে। গতিবেগ ছিল ৪০ থেকে ৪৫ কিলোমিটার। হঠাৎ করেই সামনের চাকা খুলে বেরিয়ে যায়। বাস ডান দিকে হেলে পড়ে।সেই অবস্থায় ব্রেক কষলে বাস উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। যাত্রীদের কথা ভেবে একটা চাকা ছাড়া ওই অবস্থাতেই বাস কিছুদূর নিয়ে যাই। তারপর গতি কমিয়ে বাস দাঁড় করিয়ে দিই। রক্ষণাবেক্ষণের অভাবেই এই ধরনের দুর্ঘটনা বলে মনে হয়। বাসযাত্রী উৎপল দত্ত কৃষ্ণেন্দু চক্রবর্তীরা বলেন, মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। চালকের উপস্থিত বুদ্ধিতে। সরকারি বাসে রক্ষণাবেক্ষণের অভাব আছে এই ঘটনা থেকে স্পষ্ট।