এই মুহূর্তে জেলা

হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানায় চক্ষু পরীক্ষা শিবির।

হুগলি, ১৫ জুলাই:- হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় আজ সিঙ্গুর থানায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, ডিএসপি ট্রাফিক ত্রিদিব বিশ্বাস, সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ অরূপ মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। গত 9 তারিখ থেকে শুরু হয়েছিল পথ নিরাপত্তা সপ্তাহ। আজ শেষদিনে চক্ষু পরীক্ষা শিবির পালন করা হয়। এর আগে জনসাধারণ কে সচেতন করতে সেভ ড্রাইভ সেভ লাইফ, বৃক্ষরোপন, বসে আঁকো প্রতিযোগিতা কর্মসূচি পালন করা হয়েছিল।

ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিস্বর চৌধুরী বলেন, জনসাধারণ কে পথ নিরাপত্তা দিতে গাড়ির চালক, টোটো, অটো চালক থেকে কর্মরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ার দের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও সিঙ্গুরের বিভিন্ন গ্রামের বয়স্কদের চোখ পরীক্ষা করা হয়। এদিন মোট 100 জন কে চোখ পরীক্ষা করা হয়। দুর্ঘটনা রুখতে বিশেষ করে গাড়ি চালক ও পুলিশদের সময়মত চোখ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। আগামীদিনেও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।