হুগলি, ১৪ জুলাই:- পুলিশের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি, প্র্যাকটিসের পর স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিনতি, চুঁচুড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল আকাশ সিং নামে বছর বাইশের এক যুবকের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, হুগলি চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দত্ত কলোনীর বাসিন্দা আকাশ সিং। কয়েকজন বন্ধুর সঙ্গে রোজই দৌড়াতে যায় চুঁচুড়া কৃষি খামারে। চুঁচুড়া স্টেশনের কাছে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতর রয়েছে কৃষি খামার। সেখানে ফাঁকা রাস্তায় তারা প্র্যাকটিস করে। আজ সকালে প্রতিদিনের মতোই গিয়েছিল আকাশ। তার সঙ্গে সাগর বিশ্বাস নামে এক বন্ধু ছিল। প্র্যাকটিস শেষে গভীর নলকূপের জলে স্নান করে তারা। নলকূপের পাশে বিদ্যুৎের তার নিয়ে যাওয়ার লোহার পাইপে হাত দিতেই বিদ্যুৎপিষ্ট হয় আকাশ।
তার বন্ধু বুঝতে পেরে রাস্তা থেকে টোটো ডেকে আনে। এক কৃষি শ্রমিক তখন জমিতে কাজ করছিলেন তার সাহায্যে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের। আকাশের বাবা লক্ষ্মী নারায়ন সিং দিন মজুর। আকাশ বাড়ির বড় ছেলে। তার এক ভাই এক বোন আছে। সংসারের হাল ধরতে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিল। পুলিশ, মিলিটারিতে সুযোগ পেতে দৌড়াতো। তার সেই দৌড় এভাবে থেমে যাওয়ায় শোকস্তব্ধ প্রতিবেশি বন্ধুরা। তাদের অভিযোগ চুঁচুড়ায় যত মাঠ আছে সব ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ায় দৌড়ানোর মাঠ পাওয়া যায়না। তাই বন্ধুদের সঙ্গে ফার্মে দৌড়াতে যেত আকাশ। দৌড় শেষে স্নান করে বাড়ি ফিরত।কিন্তু আজ আর বাড়ি ফেরেনি, এখন তাদের কি হবে বিলাপ থামে না মায়ের।