এই মুহূর্তে কলকাতা

আগামীকাল উপনির্বাচনের চার কেন্দ্রের ফলাফল নিয়ে কৌতুহল রাজনৈতিক মহলে।

কলকাতা, ১২ জুলাই:- লোকসভা ভোট শেষ হতে না হতেই অনুষ্ঠিত হয়েছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এবার প্রতীক্ষিত ভোট গণনার পালা। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা হবে শনিবার। এই চার কেন্দ্রের ফল নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মনেও কৌতূহল রয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে রানাঘাট, বাগদা, রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল বলছে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট— এই তিন কেন্দ্রেই এগিয়ে বিজেপি। মানিকতলায় এগিয়ে তৃণমূল। উপনির্বাচনে এই ফলের পুনরাবৃত্তি হবে কিনা সেদিকেই নজর রয়েছে সকলের।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গণনার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন। ভোট গণনা শুরু হবে সকাল আটটা থেকে। গণনা কেন্দ্রের বাইরে ত্রি স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। দুপুরের মধ্যেই চার কেন্দ্রের রাজনৈতিক ভবিষ্যতের ছবি স্পস্ট হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। চার কেন্দ্রের মধ্যে সর্বাধিক রাউন্ড ভোট গণনা হবে মানিক তলায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভোট গণনা কেন্দ্রে এই কেন্দ্রের মোট কুড়ি রাউন্ড ভোট গণনা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সব থেকে কম রাউন্ড ভোট গণনা হবে রায়গঞ্জে। সেখানে ১০ রাউন্ড ভোট গণনার পরেই চূড়ান্ত ফল সামনে আসবে।