হুগলি, ১২ জুলাই:- শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে কোন্নগর পৌরসভার জি টি রোড সংলগ্ন বাজার এলাকায় প্লাস্টিক মুক্তকরণ করার অভিযান। এলাকার বাজারে বিভিন্ন দোকানে গিয়ে পৌরসভার সদস্যরা দোকানদাররা কত মাইক্রোনের প্লাস্টিক ব্যবহার করছেন সেই নিয়ে পরীক্ষা করে দেখছেন। যাদের যাদের নির্দিষ্ট মাইক্রোনের নিচে প্লাস্টিক হচ্ছে তাদেরকে জরিমানাও করা হচ্ছে কোন্নগর বাটা বাজার সংলগ্ন এলাকায় প্রায় ১০ জন দোকানদার ও ক্রেতা যারা প্লাস্টিক ব্যবহার করছেন তাদের সকলকে জরিমানা করা হয়। বিক্রেতাদের জন্য ৫০০ টাকা ও ক্রেতাদের ৫০ টাকা জরিমান া শুরু করা হয়েছে। এর মূল লক্ষ্য প্লাস্টিক মুক্ত করণ করা।
কারণ প্লাস্টিকের প্রভাবেই বর্ষার সময় বিভিন্ন নালানর্দমা তার সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যার ফলে জলোচ্ছ্বাস ঘটে। এই সময় ডেঙ্গুর উপদ্রব বেশি থাকে তাই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রক্তের উদ্যত কোন্নগর পৌরসভা। এই বিষয়ে কোন্নগর পৌরসভার পৌর প্রধান স্বপন কুমার দাস তিনি জানান, কোন্নগর পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কোথায় কোথায় প্লাস্টিক রয়েছে তা নিয়ে ধরপাকড় চলছে পৌরসভার উদ্যোগে। চেয়ারম্যানের কথায় শুধুমাত্র ক্রেতা বিক্রেতাদেরকে প্লাস্টিকের ব্যবহার থেকে আটকালে চলবে না তার সঙ্গে এই প্লাস্টিক উৎপাদনকারী, যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলি কেউ বন্ধ করতে হবে। তা না হলে প্লাস্টিক মুক্ত পৌরসভা তৈরি করা সম্ভব হবে না।