হাওড়া, ১০ জুলাই:- বাগনান স্টেশনে মালগাড়িতে ধোঁয়া, আতঙ্ক। বুধবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখার বাগনান স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি কয়লা বোঝাই মালগাড়িতে ধোঁয়া দেখতে পাওয়া যায়। যার জেরে স্টেশন চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই মালগাড়িটি উলুবেরিয়া স্টেশনে গিয়ে পৌঁছলে মালগাড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। তাই দেখে আতঙ্কিত হয়ে ওঠেন নিত্যযাত্রীরা। এরপর নিত্যযাত্রীদের শোরগোলের জেরে ঘটনাটি নজরে আসে উলুবেড়িয়া স্টেশন কর্তৃপক্ষের। এরপর খবর দেওয়া হয় দমকলে।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারা স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় ওই শাখায় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। যদিও প্রশ্ন উঠছে কয়লা বোঝাই ওই বগি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরনো সত্বেও কিভাবে ট্রেনটি বিপজ্জনকভাবে বাগনান থেকে উলুবেড়িয়া স্টেশন পর্যন্ত আনা হল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা। বিষয়টি নিয়ে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।