হুগলি, ৩ জুলাই:- অবাক করা ঘটনা হাওড়া বর্ধমান মেল শাখায়। ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল যেটা সুপার নামে পরিচিত। গ্যালপিং এই ট্রেনটি শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগরের পর চুঁচুড়ায় দাঁড়ায়। জানা গেছে মঙ্গলবার নির্দিষ্ট সময়ের থেকে দুই মিনিট বিলম্বে অর্থাৎ সন্ধ্যা ৭ টা ২ মিনিটে হাওড়া ছাড়ে ট্রেনটি। যেহেতু গ্যালোপিং ট্রেন শহরতলীর অনেক অফিস যাত্রী এই ট্রেনে বাড়ি ফেরেন। এক যাত্রী জানান,চন্দননগর পর্যন্ত সব ঠিকই ছিল।
৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলির দিকে এগিয়ে যেতে থাকে। চুঁচুড়ার যাত্রীরা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। অনেকে গেটের কাছে চলে আসেন নামার জন্য। কিন্তু ট্রেন তো দাঁড়ায়নি। স্টেশন ছেড়ে ২৩০ মিটার পর্যন্ত এগিয়ে যায়। পরে অবশ্য ফের পিছিয়ে চুঁচুড়ায় এসে দাঁড়ায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, চালকের ভুলেই এমন হয়েছে। তাঁকে অপসারন করা হয়েছে। কি কারনে এমনটা হল সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।