হুগলি, ৩ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই টনক নড়লো শ্রীরামপুর পুরসভার। বুধবার পুরপ্রধান গিরিধারী সাহার নেতৃত্বে পুরসভা লাগোয়া বেআইনি দোকানদারদের সতর্ক অভিযানে নামলো পুর কর্তৃপক্ষ। মূলত পুরসভার জায়গা দখল করে দোকান করে তা ভাড়া দেওয়া কিংবা দোকানের নির্দিষ্ট জায়গার পরেও পুরসভার জায়গার বেশ কিছু অংশ দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়, নিয়ম না মানলে কড়া ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয় তাদের।
পুরপ্রধান গিরিধারী সাহা জানান ব্যবসায়ীদের উচ্ছেদ করা তাদের লক্ষ্য নয়, কিন্তু ব্যবসায়ীরা যাতে অযথা পুরসভার জায়গা দখল করে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি না করে, তারই সতর্কতার কাজ শুরু হলো। পুরসভার ভূমিকায় খুশি ব্যবসায়ীরা।