হুগলি, ২ জুলাই:- জুলাই প্রতি বছরের মত সোমবার প্রবাদ প্রতিম চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন টি সারাদেশে ডক্টরস ডে হিসেবে পালিত হলো। এদিন হুগলি জেলার সবথেকে বড় ডক্টরস ডের অনুষ্ঠান হলো শ্রীরামপুরের মণি কমল হসপিটালে। এদিন ডাক্তার বিধানচন্দ্র রায় কে শ্রদ্ধা জানিয়ে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে হসপিটাল কর্তৃপক্ষ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান শীর্ষক এক আলোচনা রাজ্যের নামি দামি চিকিৎসকরা যোগদান করে বর্তমান পৃথিবীর আধুনিক চিকিৎসা সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। এদিনের অনুষ্ঠানে মূল উদ্যোক্তা ছিলেন মনি কমল হসপিটালের চেয়ার পারসন ইন্দ্রানী মুখোপাধ্যায় তিনি বলেন আজ থেকে ২১ বছর আগে এই হাসপাতালটির পথচলা শুরু হয়। প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখার্জি হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকল্পে তিনি এই হাসপাতালটি সূচনা করেছিলেন। দীর্ঘদিন সদর্পে হাসপাতালটি হাজার হাজার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবার পর অকস্মাৎ স্বরাজ বাবুর প্রয়াণ ঘটে,তার পর থেকে চিকিৎসা কেন্দ্রটি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। পুনরায় ২০২১ সালে সিদ্ধান্ত নেওয়া হয় এই হাসপাতালটি আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে, তারপর থেকে আবার নতুন করে পথ চলা শুরু করেছে মনি কমল হাসপাতাল।
আধুনিক চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে আইসিইউ জেনারেল ওয়ার্ড, পার্মানেন্ট পেস মেকিং ব্রঙ্কোস কপি, ডায়ালিসিস, প্যাথলজির সমস্ত বিভাগ, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, নিউরো অ্যান্ড স্পাইন সার্জারি, ল্যাপোরোস্কপি সার্জারি সহ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত স্তর গুলি চিকিৎসা ব্যবস্থা এখানে রয়েছে। সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনোলজি এন্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় স্বরাজ মুখার্জি মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড মনিকমল হসপিটালে শুরু হতে চলেছে বেশ কয়েকটি নতুন কোর্স ।এর মধ্যে থাকছে এক্সরে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার অ্যাসিস্টেন্ট, ব্লাড কানেকশন অ্যাসিস্ট্যান্ট ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও আগামী দিনে বিএসসি নার্সিং সহ আরো উচ্চস্তরের কোর্স চালু কবে হবে বলে জানিয়েছেন ইন্দ্রানী দেবী, তিনি জানান এই কোর্স গুলি চালু হলে জেলার দূর-দূরান্ত থেকে যে সমস্ত ছেলেমেয়েরা শহর কলকাতায় গিয়ে পড়াশোনা করতে পারেন না তাদের প্রভূত সুবিধা হবে। এছাড়াও আমাদের এই হাসপাতাল কিছু কিছু মেধাবী এবং দরিদ্র ছাত্রদের জন্য ফিসের ক্ষেত্রেও কিছু সুবিধা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।