এই মুহূর্তে জেলা

এবারে ফুটপাত দখলমুক্ত করতে ভদ্রেশ্বর পৌরসভার প্রশাসন আধিকারিকরা।

হুগলি, ১ জুন:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জবর দখল ও বেআইনিভাবে যে সমস্ত রাজপথ দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন আপনারা নির্দিষ্ট স্থানে ব্যবসা করুন সরকার সেটা সিদ্ধান্ত করে দেবে আপনারা অযথা ফুটপাত দখল করে বেআইনিভাবে দোকান দেবেন না। সেইমতো বিভিন্ন জায়গায় সরকারি জায়গা ও রাজপথ দখলমুক্ত করে দিয়েছিল প্রশাসনের আধিকারিকরা।

আজ সোমবার সকালে ভদ্রেশ্বর পৌরসভা বার্ড নম্বর 6 নবিন হিন্দী পুশ্তকালয রাস্তার পাশে ছোট বড় দোকানগুলি ফুটপাত দখল করে যারা আছে তাদের কে উচ্ছেদ করতে পৌঁছালো ভদ্রেশ্বর প্রশাসনের আধিকারিকরা। ভদ্রেশ্বরে পৌরসভার অধিকারী বীরেন দাস বলেন আমাদের উপর থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ফুটপাত দখলমুক্ত করতে এসেছি। সব থেকে বেশি গুরুত্ব মানুষ আমাদের কে সহযোগিতা করছে।