এই মুহূর্তে জেলা

যাত্রী সুবিধার্থে নিউ জলপাইগুড়ি শতাব্দি এক্সপ্রেসেএবার ভিস্টাডোম কোচ।

হাওড়া, ১ জুন:- উত্তরবঙ্গে সফরকালে এবার রেল যাত্রীদের জন্য সুখবর। নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে সোমবার থেকেই যুক্ত হলো নতুন ধামাকা ‘ভিস্টাডোম কোচ’। যা ভারতীয় রেলের চমক বলা যেতে পারে। হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের শতাব্দী এক্সপ্রেসে এদিন থেকেই জুড়ল এই ভিস্টাডোম কোচ। ওই কোচে রয়েছে অত্যাধুনিক রিভলভিং চেয়ার। যা এই ট্রেনের সফরকে আরামদায়ক করে তুলবে যাত্রীদের জন্য। আজ এই ভিস্টাডোম কোচ-যুক্ত ট্রেনের সূচনা হলো হাওড়া স্টেশন থেকে। মূলত: উত্তরবঙ্গের ডুয়ার্স, দার্জিলিং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াতের পথে যাত্রীদের বাড়তি সুবিধা যুক্ত করার লক্ষ্য নিয়েই রেলের এই উদ্যোগ বলে জানা গেছে। এতদিন পর্যন্ত হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী ১৪ কোচের ট্রেন ছিল।

ভিস্টাডোম কামরা যুক্ত হওয়ায় আজ থেকে তা ১৫ কোচ বিশিষ্ট দূরপাল্লার ট্রেনে পরিণত হলো। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানান, জনপ্রিয়তা এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে ভিস্টাডোম কোচের ব্যবস্থা করা হলো। এই কোচের চারদিকের দেওয়াল কাচের। এখানে রিভলভিং চেয়ার থাকায় এনজিপি পর্যন্ত যাত্রাপথে যাত্রীরা চারদিক দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখনে ইনফোটেইনমেন্ট, ওয়াইফাই প্রভৃতির মতো অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। এই ভিস্টাডোম কোচের ভাড়া হবে ২ হাজার ৪৩০ টাকা।