কলকাতা, ২৯ জুন:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে কোমর বেঁধে নেমেছে রাজ্যে প্রশাসন। গ্রামীণ এলাকায় বিল্ডিং প্ল্যান মঞ্জুর করার ক্ষেত্রে আগেই পঞ্চায়েতের ডানা ছাঁটা হয়েছে। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবার বদলি নীতি লাগু করা হচ্ছে কঠোর ভাবে। তিন বছরের বেশি কোনও কর্মীকে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না এই নীতি কঠোর ভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জানা গিয়েছে, যাঁরা এই মুহূর্তে তিন বছরের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন, তাঁদেরকে এখনই বদলি করতে হবে।
রাজ্য পঞ্চায়েত দফতরের এই নির্দেশিকা প্রত্যেকটি জেলায় পাঠানো হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহু কর্মী রয়েছেন যাঁরা দিনের পর দিন একই জায়গায় কাজ করছেন। এই ধরনের কর্মীদের নিয়ে নানান সময় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়। তাই এই নির্দেশিকা বলেই মনে করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, ইতোমধ্যেই বাড়ি-ফ্ল্যাটের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে পঞ্চয়েতগুলির এক্তিয়ার কমিয়ে দিয়েছে রাজ্য সরকার। আইনের ফাঁক গলে বা কোনও প্রক্রিয়া ফাঁকি দিয়ে যাতে প্ল্যান পাশ না হয়ে যায়, সে জন্য পুরো ব্যবস্থাটাকেই নিয়ে আসা হচ্ছে নবান্নের স্ক্যানারে। বিল্ডিং রুলসের প্রত্যেকটি ধারা যাতে মানা হয়, তা নিশ্চিত করতে পঞ্চায়েত এলাকার প্ল্যানেরও অনলাইনে স্বয়ংক্রিয় যাচাই হবে। কেন্দ্রীয়ভাবে তা খতিয়ে দেখার পরই ছাড়পত্র মিলবে।