এই মুহূর্তে জেলা

মিড ডে মিলের রান্নার গ্যাসের পাইপ ফেটে আগুন প্রাইমারি স্কুলে, চাঞ্চল্য হাওড়ায়।

হাওড়া, ২৭ জুন:- মিড ডে মিলের রান্নার গ্যাসের পাইপ ফেটে আগুন হাওড়ার লিলুয়ার একটি প্রাইমারি স্কুলে। ঘটনায় গুরুতর আহত হন প্রধান শিক্ষিকা সহ দুই শিক্ষিকা। অল্পের জন্য রক্ষা পেয়েছে পড়ুয়ারা। হাওড়ার লিলুয়ায় ভট্টনগর ঘুঘুপাড়ার সারাদামণি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে ওই ঘটনা ঘটে। মিড ডে মিলের রান্না চালুর আগে গ্যাসে চা বানাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে বলে জানা গেছে। ঘটনায় গুরুতর আহত হন প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং

সহকারী শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম। এলাকার মানুষ এবং স্কুলের অন্যান্য শিক্ষকদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এরপর দমকল এসে গ্যাস সিলিন্ডারটি বাইরে করে দেয়। আহত শিক্ষিকাদের কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই সময় স্কুলে প্রার্থনার ঘন্টা পড়েছিল। তাই স্কুলের রান্নাঘরের কোনও ছাত্রছাত্রী সেই সময় ছিলনা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে পড়ুয়ারা সকলেই রক্ষা পায়। এদিন ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন আসে।