হুগলি, ২৬ জুন:- আজ বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি চন্দননগর ঈশানী পাল সহ পুলিশ আধিকারীকরা। কমিশনার বলেন, মাদকের নেশার সঙ্গে বর্তমান সময়ে দেখা যাচ্ছে মোবাইল আশক্তি, রিল তৈরীর নেশা যুব সমাজকে পেয়ে বসেছে।
নেশা যদি করতেই হয় পড়াশোনা, গান, খেলাধূলার, শরীর চর্চার নেশা করুন। এমনও দেখা গেছে নেশায় আশক্ত হয়ে নাসার বিজ্ঞানীও শেষ হয়ে গেছেন। তার মানে নেশা শিক্ষা অশিক্ষা নিম্ন বৃত্ত উচ্চবৃত্ত সবার ক্ষতি করে। পুলিশ এই মাদক যাতে সহজে না পাওয়া যায় তার ব্যবস্থা করতে পারে। তবে মানুষের নিজেকেই সচেতন হতে হবে। মাদক বিরোধী ট্যাবলো উদ্বোধন করেন পুলিশ কমিশনার। স্কুল পড়ুয়া স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশ কর্মিদের র্যালি শহর প্রদক্ষিন করে।