কলকাতা ২৫ জুন:- বাংলাদেশের সঙ্গে গঙ্গা ও তিস্তার জল বন্টন নিয়ে চুক্তি রাজ্যকে অবগত রেখে করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি রাজ্য খারিজ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে জানান, জল বন্টন চুক্তি নিয়ে আলোচনা করতে ২০২৩ সালে জলশক্তি মন্ত্রক একটি ১২ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করে। তাতে একজন পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ারকে রাখা হয়েছিল। গত ১১ জুন সেই কমিটি কেন্দ্রীয় জল কমিশনকে তাদের রিপোর্ট দেয়। যা জলশক্তি মন্ত্রকে জমা পড়ে। কিন্তু সেখানে দুয়েকটি পদ্ধতিগত খুঁটিনাটি ছাড়া রাজ্যের মত নেওয়া হয়নি।মুখ্যমন্ত্রী গতকাল চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে জলবণ্টন নিয়ে যেসব গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন সেসবের কিছুই জলশক্তি মন্ত্রকের নজরে ছিল না। তারা সে সম্পর্কে রাজ্য সরকারকে কোনও কিছুই জানায়নি।
কেন্দ্র ও রাজ্যে নীতি নির্ধারক কোনও কমিটিতেই ভারত-বাংলাদেশ জলচুক্তি নিয়ে কোনও কথা বা আলোচনা হয়নি। অথচ মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক লেখা চিঠিতে যেভাবে উত্তর ও মধ্যবঙ্গ থেকে যে সমস্ত নদী বাংলাদেশে যায়, এবং নদীর জলবণ্টন সংক্রান্ত গুচ্ছ সমস্যা তুলে ধরা হয়েছে। ২৪ জুন লেখা চিঠির আগে ২০২২ সালের ১৭ নভেম্বর, ওই বছরেরই ২১ ফেব্রুয়ারি এবং তারও আগে ২০১৭ সালের ২৫ মে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবকটি চিঠিতে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে লিখেছিলেন, ভারত-বাংলাদেশ জলবণ্টন বহু বছরের একটি বিষয়। যার উপরে নির্ভর করে কোটি কোটি মানুষের জল পাওয়ার ইস্যু। এর উপর নির্ভর গঙ্গার ভাঙনজনিত সমস্যাবলি। এছাড়াও এর উপর নির্ভর করে আমাদের কৃষি, সেচ, পানীয় জল প্রভূত বিষয়।তা এই রিপোর্টে বিন্দুবিসর্গ নেই বলে জানান আলাপন। সব চেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, জলশক্তি মন্ত্রক এই কমিটির রিপোর্ট পাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারকে কোনও চিঠি দেয়নি। কোনও যোগাযোগ করেনি। কোনও আলোচনাও করেনি।