হুগলি, ২৫ জুন:- এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন গৃহকর্ত্রী, গ্রিল কেটে অন্য ঘরে ঢুকে লুটপাট, উত্তরপাড়ায় চাঞ্চল্য! স্থানীয় সূত্রে জানা গেছে,উত্তরপাড়ার ভদ্রকালী শিমূলতলা এলাকায় জিটি রোডের উপর একটি আবাসনে গতকাল রাতে এই ঘটনা ঘটে। আবাসনের দোতলার বাসিন্দা রানু মুখোপাধ্যায় জানান, তিনি মেয়ে নিয়ে একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন। আরেকটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোর।রানু দেবী ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ওই ঘরের দরজা খুলতে গেলে দেখেন ভিতর থেকে বন্ধ।
কাঠের মিস্ত্রী ডেকে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ।দেখেন আলমারির লকার ভাঙা, সবকিছু ছড়ানো ছিটানো।প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে দাবী। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন বাসিন্দারা। আবাসনের বাসিন্দা অরূপ মুখোপাধ্যায় বলেন, বাসিন্দারা যদি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে না পারে আতঙ্কের মধ্যে থাকে সেটা লজ্জার।উত্তরপাড়া থানার পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়। উল্লেখ্য দুদিন আগে উত্তরপাড়া জে কে স্ট্রীটে একাধিক দোকানের সামনের সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটে। অসৎ উদ্দেশ্যে রাস্তার সিসি ক্যামেরা চুরি করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ তার তদন্তও শুরু করেছে।