এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে সমবায় ভোটে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগে উত্তেজনা সিঙ্গুরে।

হুগলি, ২২ জুন:- সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন হচ্ছে আজ। মোট ৪৫টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য মোট তিনটি জায়গায় ভোট গ্ৰহন চলছে। মোল্লা সিমলা হাই মাদ্রাসায় শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগের পর এবার দিয়াড়াতে সমবায়ের শাখায় ভোট চলাকালীন বহিরাগত দিয়ে দেদার ছাপ্পা দেবার অভিযোগ তুললেন তৃণমূল ও বাম সমর্থিত প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে। পাশাপাশি বাম সমর্থিত প্রার্থী দেবাশীষ মুখার্জীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আহত বাম সমর্থিত প্রার্থী দেবাশীষ মুখার্জী জানান, তৃনমূল বহিরাগত এনে যেভাবে ছাপ্পা দিয়ে গেল। যেভাবে আমাকে মারধর করল তা নক্ক্যারজনক। পাশাপাশি তৃনমূল সমর্থিত প্রার্থী গোবিন্দ ধাড়া অভিযোগ অস্বীকার করেছে।