এই মুহূর্তে জেলা

সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করব- রচনা বন্দ্যোপাধ্যায়।

হুগলি, ২০ জুন:- হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করার পর আজ সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে সাংসদ রচনা ব্যানার্জী। সঙ্গে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃনমূলের বিজয়ী সাংসদ মিতালি বাগ ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মিছিলের সামনে নেতৃত্বে রয়েছেন হরিপালের বিধায়ক করবী মান্না। হুগলি লোকসভা কেন্দ্র থেকে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৭৬ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। এদিন বিজেপির কয়েকজন নেতা কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে।

তৃনমূলের দলীয় পতাকা রচনা বন্দ্যোপাধ্যায় তুলে দেন বিজেপির কর্মীদের হাতে। বিজয় মিছিল সিঙ্গুরের দলুইগাছা মোড় থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত যায়। রচনা বলেন লোকসভা নির্বাচনে প্রচারে সিঙ্গুরের দই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মিম হয়েছিল, আজ সেই সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করার প্রতিশ্রুতি দিলেন সাংসদ। এদিন বিজয় মিছিল শেষে করে সিঙ্গুর ডাকাতকালি মন্দিরে পুজো দেন রচনা। এই ডাকাতকালী মন্দিরেই পুজো দিয়ে প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।