কোচবিহার, ১৮ জুন:- দু’দিনের কোচবিহার সফরে এসে মদনমোহন বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রথমে মদনমোহন এরপর সেখানেই থাকা মা কালী ও জয় তারা মন্দিরে পুজো দেন। পুজো শেষে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, মা-মাটি-মানুষ গোত্রে তিনি পুজো দিয়েছেন।
পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের জন্য কোচবিহারবাসিকে ধন্যবাদ জানান তিনি। সোমবার রাতে কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউসে রাত্রীবাস করেন তিনি। মঙ্গলবার তিনি মদনমোহন বাড়িতে আসেন। সেজন্য মন্দির চত্বরে কঠোর পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। মমতাকে দেখতে প্রচুর মানুষও মন্দিরের সামনে ভিড় করেন।