এই মুহূর্তে জেলা

উপনির্বাচনের নির্ঘণ্ঠ বাজতেই লাগাতার ভোট প্রচার তৃণমূলের।

রানাঘাট, ১৭ জুন:- আগামী ১০ জুলাই নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচনে আবারো তৃণমূলের প্রার্থী হলেন সদ্য রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারী। যদিও তার নাম ঘোষনা হওয়ার পর থেকেই আবারো তিনি দিনরাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। উপনির্বাচনে ফলাফল নিয়ে তৃণমূল নেতৃত্ব জানান, লোকসভা নির্বাচনে তারা হেরে গেলেও বিধানসভার উপনির্বাচনে মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে জয়লাভ করবে।

কারণ লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল পেয়েছিল সেই ফলাফল বিধানসভা উপনির্বাচনে ধোপে টিকবে না কারণ মুকুটমণি অধিকারী ওই বিধানসভার ভূমিপুত্র, মানুষ তার উপরেই ভরসা রাখবেন। যদিও সোমবার ওই বিধানসভায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, এবার মুকুটমণির প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস। যদিও সিপিএম আগে থেকেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখন দেখার এই উপনির্বাচনের শেষ হাসি কে হাসে। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট।