হুগলি, ১২ জুন:- দূরপাল্লার ট্রেনে উঠতে যাওয়ায় সময় চলন্ত ট্রেন এক হকারকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। ধাক্কার চোটে ট্রেনের লাইনের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রেলওয়ে হকারের। মৃতের নাম রাকেশ ঘোষাল (৫১) বাড়ি হাওড়ার বালিতে। তিনি ট্রেনে বাদাম বেচতেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া তারকেশ্বর শাখার কামারকুন্ডু রেল স্টেশনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাকেশের।কামারকুন্ডু জি আর পি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর এ দিন আপ জন্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেন কামারকুন্ডু থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে ট্রেনে ওঠেন রাকেশ। ওই সময় তিনি ট্রেন থেকে লাইনের নীচে পড়ে যান। তাতেই তার মৃত্যু হয়। রেল হকারদের অভিযোগ রেলের কর্তব্যরত আরপিএফ রাকেশ কে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাতেই মৃত্যু হয়েছে রাকেশের। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী। তিনি বলেন, রাকেশ ৩০ বছর ধরে রেলে হকারি করত। তার স্ত্রী ও ছেলে আছে। সেই একমাত্র রোজগেরে। মনোজ দাবি করেন রাকেশ তাদের রাজনৈতিক দলের সহকর্মী ছিলেন। রাকেশকে আরপিএফ ঠেলে ফেলে দিয়েছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছি। যদিও ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে রেল দপ্তর।