এই মুহূর্তে

গতকাল জয় ঘোষণা হবার পর আজ সিঙ্গুরে ডাকাত কালীমন্দিরে পুজো দিয়ে আনন্দে গা ভাসালেন তৃণমূল কর্মী সমর্থকরা।

হুগলি, ৫ জুন:- গতকাল জয় ঘোষণা হবার পর আজ সিঙ্গুরে ডাকাত কালীমন্দিরে পুজো দিয়ে আনন্দে গা ভাসালেন তৃণমূল কর্মী সমর্থকরা। হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন দিদি নাম্বার ওয়ান খ্যাত তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। গতকাল ছিল সেই নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। ৭৬ হাজার ৮৫৩ ভোটে জয়লাভ করেন রচনা। বিশেষত মহিলারা এই দিন লক্ষী ভান্ডার নিয়ে উপস্থিত হন সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে। সকালে পূজোর পর হয় সবুজ মিষ্টি বিতরণ।

এরপরেই সবুজ আবির মেখে জয়ের উচ্ছ্বাসে মাতেন মহিলা পুরুষ নির্বিশেষে তৃণমূলের কর্মী সমর্থকরা। এ বিষয়ে তৃণমূলের এক মহিলা কর্মী জানান লক্ষ্মীর ভান্ডারের আরো করলে মহিলারা ভীষণ উপকৃত হয়েছেন যার ফলস্বরূপ মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে হুগলি লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কে তারা জয়ী করে এনেছেন। সিঙ্গুর বিধানসভার বিজেপির কো- কনভেনার সঞ্জয় পান্ডে বলেন প্রার্থী যেহেতু বিগত বারের নির্বাচিত সাংসদ সেহেতু ফলাফল ভালো আশা করেছিলাম কিন্তু একদা টাটা কে তাড়িয়ে সিঙ্গুরের মানুষ যেমন উল্লাসিত হয়েছিল এবারে তৃণমূলের জয়েও তেমনি উল্লাসিত হয়েছে।