হুগলি, ৩ জুন:- রাত পোহালেই ভোট গননা অষ্টাদশ লোকসভা নির্বাচনের। সাত দফার ভোট শেষে এবার নজর স্ট্রং রুমে বন্দী ইভিএম এর দিকে। কার ভাগ্যে আছে কারই না পরাজয় তা নিশ্চিত হবে ইভিএম খোলার পর।আর রাজনৈতিক দল গুলো অতিউৎসাহ যাতে সমস্যা তৈরী না করে তার জন্য স্ট্রং রুম ভোট গণনা কেন্দ্র গুলিতে বাড়তি নিরাপত্তা। সিসি ক্যামেরার নজর রাখার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে গণনা কেন্দ্রে। হুগলি লোকসভা কেন্দ্রের গণনা হবে চু়ঁচুড়ার হুগলি ইন্সটিটিউট অফ টেকনোলজি (এইচ আই টি) কলেজে। হুগলি লোকসভার সাতটি বিধানসভা, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড়,পান্ডুয়া, ধনিয়াখালি ও সিঙ্গুর। কলেজের তৃতীয় তলে গণনা হবে চন্দননগর,পান্ডুয়া ও ধনিয়াখালির। দ্বিতীয় তলে হবে সিঙ্গুর, বলাগড় ও সপ্তগ্রাম। একতলায় হবে চুঁচুড়া বিধানসভার গণনা। পোস্টাল ব্যালেটের গণনা হবে তৃতীয় তলের কেমিক্যাল ভবনে। গণনা কেন্দ্রের সামনে বিবেকানন্দ রোডে যান চলাচল বন্ধ থাকবে আগামী কাল।
শ্রীরামপুর লোকসভার কেন্দ্রের গণনা হবে শ্রীরামপুর কলেজে। উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানী, চন্ডীতলা, জাঙ্গীপাড়া, ডোমজুর ও জগৎবল্লভপুর এই সাতটি বিধানসভা রয়েছে শ্রীরামপুরে। গণনা হবে পৃথক পৃথক ঘরে।গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা থাকছে আঁটোসাটো। আরামবগের গণনা হবে নেতাজী কলেজে। হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল ও চন্দ্রকোনা বিধানসভা রয়েছে আরামবাগে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায় জয়ী হন ৭৩,৩৬২ ভোটে। ২০২১ সালের হুগলির সাতটি বিধানসভাতেই জয়ী হয় তৃনমূল। ২০১৯ সালে শ্রীরামপুর লোকসভায় জয়ী হন তৃনমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়।ব্যবধান ছিল ৯৮,৫৩৬ ভোট। ২০২১ সালে শ্রীরামপুর লোকসভার সাতটি বিধানসভাই তৃনমূলের দখলে যায়। ২০১৯ সালে আরামবাগে জয়ী হন তৃনমূলের অপরূপা পোদ্দার। ব্যবধান ছিল ১১৪২ ভোট। ২০২১ সালে আরামবাগের সাতটির মধ্যে চারটিতে জয়ী হয় বিজেপি।