এই মুহূর্তে জেলা

মদ্যপের হাতে প্রহৃত শিক্ষক, লাগল রাজনৈতিক রং

হুগলি, ৩ জুন:- এক মদ্যপের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় লাগল রাজনৈতিক রং। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে, হুগলির কৃষ্ণপুর শান্তিপল্লী এলাকায়। প্রহৃত শিক্ষক মানিক বর্মন বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মানিক বিজেপির তপসিলি মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাতেই অভিযুক্ত অতনু দাস ওরফে বুবাইয়ের বাড়িতে চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। দরজায় ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও বুবাইকে না পেয়ে তাঁরা ফিরে যান। পরে বুবাইকে আটক করে পুলিশ। বিজেপির দাবি, একদা সিপিএম করা বুবাই বর্তমানে তৃণমূল করে। তাদের অভিযোগ, মানিক বিজেপি করে বলেই তাঁকে মারধর করেছে বুবাই। যদিও, বুবাইয়ের বাবা বাদল বলেন, লোকমুখে শুনলাম ছেলে না কি মানিককে মারধর করেছে।

আমি দেখিনি। তবে, ছেলে কোনোদিনই তৃণমূল করেনি বলে, বাদলের দাবি। তিনি বলে, আমি ও ছেলে সক্রিয়ভাবে তৃণমূল করতাম। তবে, বিধানসভা ভোটের পর থেকে আর সক্রিয়ভাবে না করলেও সিপিএমেরই সমর্থক আমরা। হাসপাতালের বেডে শুয়ে মানিকও বলেন, বুবাই সিপিএম করত। তবে, কোনওদিন তৃণমূলের সঙ্গে দেখিনি। তাহলে কি কারনে মারল? মানিকের জবাব, সেটা বলতে পারব না। তবে, বুবাই ভাল ছেলে না। ও মদ খেয়ে লোকের সঙ্গে অশান্তি করে। মানিকের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সেখানে কোনও রাজনীতির কথা লেখা নেই। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।