এই মুহূর্তে কলকাতা

গণনার পর শান্তি বজায় রাখতে ভিডিও বার্তা রাজ্যপালের।

কলকাতা, ৩ জুন:- লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফলাফল যাই হোক না কেন সব পক্ষকে শান্তি বজায় রাখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আবেদন জানিয়েছেন। আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়কে সম্মান দিতে হবে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যাতে হিংসা ছড়াতে না পারে সেদিকে সকলকে নজর রাখতে হবে। সংক্রান্ত যেকোনো অভিযোগের জবাব দিতে রাজভবনের পিস রুম খোলা থাকবে বলে রাজ্যপাল জানিয়েছেন তিনি নিজে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখবেন।