হুগলি, ২ জুন:- রবিবার প্রেসক্লাব অফ হুগলির বাৎসরিক রক্তদান শিবির আয়োজিত হলো চুঁচুড়া শ্রীকুঞ্জ ভিলায়। প্রয়াত সহকর্মীদের স্মরণে উক্ত রক্তদান শিবিরটি আয়োজিত হয়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উক্ত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন।
পাশাপাশি মহতি রক্তদান শিবিরে নিজে রক্তদান করে উপস্থিত সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের রক্তদানে উৎসাহিত করেন পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার সহ প্রায় ৫০ জন সাংবাদিক, পুলিশ অফিসার সহ স্থানীয় বিশিষ্টজনের আজকের মহতি রক্তদান শিবিরে তাদের মুল্যবান রক্ত দান করেন।