এই মুহূর্তে

তিনটি লক্ষ্মীর ভান্ডার ভেঙে দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট,মাথায় হাত গৃহস্থের।

হুগলি, ৩১ মে:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,হুগলির হিন্দমোটর বিবিডি রোডের বাসিন্দা ঝুমুর দাস গত ২৬ তারিখ দূর্গাপুর গিয়েছিলেন তার এক আত্মীয় বাড়িতে। বুধবার তার এক জামাইবাবু গাছের আম দিতে আসেন হিন্দমোটরের বাড়িতে যান। দেখেন বাড়ির দরজা খোলা কিন্তু কেউ নেই বাড়িতে। ফোন করে খবর দেন দূর্গাপুরে।বাড়ি ফিরে ঝুমুর দেখেন তার বাড়িতে রাখা তিনটি লক্ষ্মীর ভান্ডার ভাঙা। তিনি বলেন, তিন বছর ধরে শুধু পাঁচশ টাকার নোট জমিয়েছি লক্ষ্মীর ভান্ডারে। দেড় লক্ষ টাকা জমেছিল। বাকি আলমারিতে থাকা আরো এক লাখ টাকা ও লক্ষাধিক টাকার গহনা চুরি হয়েছে। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।