এই মুহূর্তে কলকাতা

শেষ দফার নির্বাচনে দুর্যোগের ভ্রুকুটি।

কলকাতা, ৩১ মে:- নির্বাচনের শেষ দফায় দুর্যোগের ভ্রুকুটি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই চলছে টানা বৃষ্টি। এরই মধ্যে শেষ দফার ভোট প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন এবং নির্বাচন কমিশন। সপ্তম দফীার বোট কলকাতার দুই াসন সহ রাজ্যের নয় লোকসভা আসনে। শুক্রবার তাই বৃষ্টি মাথায় নিয়েই ডিসি আরসি থেকে সাজ সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দ্যেশ্যে রওনা হচ্ছেন ভোট কর্মীরা। শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তবে বৃষ্টিতে ভোট প্রক্রিয়া যাতে কোনরকম ভাবে বিঘ্নিত না হয় তার সবরকম ব্যবস্থা রাখার জন্য কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের জন্য পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা, ইমারজেন্সি লাইট, জেনারেটরর, নিচু এলাকার থাকা ভোটকেন্দ্র গুলিতে জমা জল বের করার জন্য পাম্প মজুদ রাখতে বলা হয়েছে।

এদিকে ভোট এবং বৃষ্টিতে নাকাল হচ্ছেন শহরের আমজনতা। একদিকে নাছোড় বৃষ্টি। অন্যদিকে ভোটের জন্য রাস্তা থেকে উধাও বাস। সব মিলিয়ে রাস্তায় বেরিয়েও গন্তব্য পৌঁছাতে কালঘাম ছুটে যাচ্ছে মানুষের। ৪ তারিখ পর্যন্ত কলকাতার রাস্তায় বাস মিনিবাস, পেতে সমস্যার আশঙ্কা আগেই জানিয়েছে বাস মালিকদের সংগঠন। এদিকে আগামী কাল এবং আগামী মঙ্গলবার (‌৪ জুন)‌ গণনার দিন কলকাতার ১৪টি বড় এবং ছোট রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, আজ ও আগামীকাল নির্বাচনের সঙ্গে যুক্ত এমন গাড়ি ছাড়া কোনও গাড়ি পার্কিং করা যাবে না কলকাতার ৩০টি রাস্তায়। দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং পূর্ব কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা এর মধ্যে পড়ছে। গণনাকেন্দ্রের আশপাশে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। এছাড়াও গণনার দিন বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক রুট ঘুরিয়ে দেওয়া হতে পারে।