এই মুহূর্তে জেলা

হুগলির গণনাকেন্দ্রে সরকারি দপ্তরের অস্থায়ী কর্মীদের ডিউটি দেওয়ায় সরব লকেট।

হুগলি, ৩১ মে:- কোনও না কোনও সরকারি দপ্তরে থাকা তৃণমূলপন্থী অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে ডিউটি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে আজ হুগলির অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন হুগলির বিজেপি রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করেই জেলা প্রশাসন ওই সমস্ত অস্থায়ী কর্মীদের ডিউটি দিয়েছেন। লকেটের দাবি, ওই সমস্ত লোকেরা গণনা কেন্দ্রে থাকলে গণনার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠবে। তাই অবিলম্বে তাঁদেরকে সরিয়ে কমিশনের নিয়ম মেনে নিরপেক্ষ সরকারি কর্মীদের সেখানে ডিউটি দেওয়া হোক। লকেট চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি গণনা কেন্দ্রে নিরপেক্ষ লোক না দেওয়া হলে ভোট গণনা বন্ধ করে দেওয়া হোক। কারন আমরা সেই গণনা মানব না।