এই মুহূর্তে জেলা

নিষিদ্ধ কাফ সিরাপের গাড়ি সহ দুজনকে গ্রেফতার করলো চন্ডীতলা থানা।

হুগলি, ৩১ মে:- ৯ হাজার ৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শুক্রবার ভোরবেলা চন্ডীতলা থানার বড়া এলাকা থেকে এ গুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় ২জনকে গ্ৰেফতার করেছে এস টি এফ। আজ তাদের আদালতে পাঠায় পুলিশ। চন্ডীতলা থানা সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাঁচি থেকে বারাসাতের উদ্দেশ্যে একটা বড় হল্টার গাড়ির মধ্যে করে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল নিষিদ্ধ কাফ সিরাপ। সেই মতো এসটিএফ চান্ডীতলা থানার বড়া এলাকায় জাতীয় সড়কে নির্দিষ্ট হলটার গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে।

এবং তার ভিতর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। পাশাপাশি হল্টার গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করে চন্ডীতলা থানায় একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে এস টি এফ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলো হাওড়ার বাসিন্দা প্রেম চন্দ্র যাদব ও বিহারের বাসিন্দা হরি জিৎ সিং। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ।