হাওড়া, ৩০ মে:- বৃহস্পতিবার সকালে হাওড়া পুরসভা এলাকায় ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির সামান্য কিছুটা অংশ। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে ওই রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। ছুটে আসে পুলিশ, দমকল সহ পুরসভার বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা। ওই বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা হয়।
হাওড়ার সালকিয়ার ওই ঘটনার পর ছুটে আসেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য বাপী মান্না। তিনি বলেন, বাড়িটি বিপজ্জনক বলে পুরসভার তরফ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এদিন সকালে উপর থেকে বাড়ির সামান্য কিছু ইটের অংশ খসে পড়ে। তবে বড়ো কোনও বিপদ ঘটেনি।