এই মুহূর্তে জেলা

কাটমানির টাকা না দেওয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


হুগলি, ২৯ মে:- তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল আরামবাগের তিরোল পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে। গত ২৫ তারিখ ঘটা আরামবাগের হিয়াদপুরের ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছিল। মঙ্গলবার হুগলির জেলাশাসকের কাছে অভিযোগ জমা দিলেন ফরিদুল খান নামে প্রহৃত ঠিকাদার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে চলা পথশ্রী ৩ প্রকল্পে হিয়াদপুরে একটি রাস্তার কাজ করছেন ফরিদুল। সেখানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোরও কাজ চলছে। জলের পাইপলাইন বসানোর জন্য নির্মীয়মান ওই রাস্তা কাটা হচ্ছিল। তা নিয়ে আপত্তি তুলে বৃহস্পতিবার দুপুরে ওই কাজের কর্মীদের থেকে রাস্তা কাটার বৈধ অনুমতি পত্র দেখতে চান ফরিদুল।

ফরিদুলের অভিযোগ, সে সময় দলবল নিয়ে এসে ইমরান তাকে না জানিয়ে রাস্তার কাজ করা যাবে না বলে হুমকি দেন। অভিযোগ, ইমরান ফরিদুলের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। প্রতিবাদ করে টাকা না দিতে চাওয়াতেই ফরিদুল সহ সংস্থার ম্যানেজার মোজাফফর হোসেনকে ইমরান ও তাঁর দলবল রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি ফরিদুলের কাছে থাকা টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক গৌড় সামন্ত বলেন, আমরা সাংগঠনিকভাবে প্রশাসনের দ্বারস্থ হব। যদিও মারধরের অভিযোগ মানেননি অভিযুক্ত, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইমরান।