হাওড়া, ২৯ মে:- পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে। অভিযুক্তকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা। হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, মঙ্গলবার রাতে ঘরেই ঘুমোচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত। সেই সময় মদ্যপ অবস্থায় বাবা এসে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ মারতে থাকেন।
ছেলের চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এসে যুবককে উদ্ধার করে এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যান। ছেলেকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বাবা। গ্রামবাসীরা তাঁকে ধরে একটি গাছে বেঁধে রাখেন। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।