হুগলি, ২৭ মে:- রেমালের দাপটে প্রভাব পড়লো রেল পরিষেবায়ও। শেওড়াফুলি তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। শেওড়াফুলি চার নম্বর রেল গেটে দাঁড়িয়ে আপ ট্রেন। ফলে রেলগেটও খোলা যাচ্ছে না। গেট বন্ধ থাকায় জিটি রোড আটকে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে রবিবার রাতে ঝড়ের প্রভাবে নসীবপুর স্টেশনের কাছে বাঁশ গাছ হেলে পরেছে। ট্রেনের ওভারহেড তারে ঠেকে থাকায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় আপ লাইনে। ডাউন লাইনে ট্রেন স্বাভাবিক। রেলের মেন্টেনেন্সের কর্মিরা ঘটনাস্থলে যাচ্ছেন।