কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজ্যে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার প্রচার অনেকটাই বিঘ্নিত হয়েছে। ঝড়ের প্রভাব এবং সর্বশেষ পরিস্থিতি না-দেখে আজ ভোট প্রচারের কোনও কর্মসূচি স্থির করে উঠতে পারেননি তারকা প্রার্থীরা। তবে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজ উত্তর কলকাতায় পূর্ব নির্ধারিত দুটি কর্মসূচি রয়েছে। বেলাঘাটার ফুলবাগান থেকে মিছিল শুরু হয়ে তা শেষ হওয়ার কথা মানিকতলায়।
এরপরে আরও একটি সভা করার বড়বাজারের সত্যনারায়ণ পার্কে। ঘুর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে এই কর্মসূচি নিয়ে সংশয় থাকছে। তবে গতকাল মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত তিনটি কর্মসূচির একটি বাতিল হলেও, বাকি দু’টি হয়েছে। অভিষেকের তিনটি জনসভার মধ্যে দু’টি হয়নি, একটি হয়েছে। অন্য দিকে বিজেপির সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সবক’টি সভা-সমাবেশই গতকাল বাতিল হয়ে গিয়েছিল