হাওড়া, ২৩ মে:- ভোট পরবর্তী হিংসার শিকার হাওড়ার পাঁচলা বিধানসভার বেলডুবি গ্রামের বাসিন্দারা। বিরোধী গোষ্ঠীর মানুষজন অনেকেই ঘরছাড়া বলে অভিযোগ। গত ২০ তারিখ ভোট শেষ হতেই শুরু হয় হামলা। বাড়ি ভাঙচুর থেকে মারধর এমনকি পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগ তুলেছেন গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা। ঘরছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। অভিযোগ, প্রতিদিন রাতে চলছে বাড়ি বাড়ি তল্লাশি। এলাকার বাইরে দিন কাটছে অনেকের। জনৈক বিজেপি কর্মী বলেন, আমরা প্রায় ৬০০ জন ঘরছাড়া। কারণ আমরা বিজেপি করি। আমাদের পুলিশ, গুন্ডাবাহিনী এসে মারধর করছে। আমরা অন্য জায়গায় থাকছি। সেখানেও সুরক্ষায় থাকতে পারছি না। সেখানে গিয়েও মারধর করছে আমাদের। বাড়িতে ঢুকলে দলে দলে এসে তাড়া করছে। আবার সন্দেশখালি করে দেবার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাড়ি খালি করে দেওয়া হয়েছে। বাড়িতে কেউ নেই। কেন আমরা অত্যাচারিত হব?
আমরা শান্তিতে থাকতে চাই। এদিকে, তৃণমূল বিধায়কের দাবি ভোটের দিন বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সেখানে সন্ত্রাস চালিয়েছে। বিধায়ক গুলশন মল্লিকের পাল্টা দাবি বহু তৃণমূল কর্মী এখন ঘরছাড়া। পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক বলেন, আজ তৃণমূলের লোক ঘরছাড়া আছে। বিজেপির লোক ঘরছাড়া নয়। ওসব বলতে হয় বলে। পাঁচলার মতো শান্তিপূর্ণ ভোট আর অন্য কোথাও হয়নি। এমনকি সারা ভারতের মধ্যেও পাঁচলার মতো এমন শান্তিপূর্ণ ভোট হয়নি। আমাদের লোক ভোট দিতে পারেনি। চলে এসেছে। সেই কারণে আমাদের ভোট কম হয়েছে। ওরা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে অনেক কথাই বলবে ওরা। ৪ তারিখ নির্বাচনের গণনার পর কেঁচো হয়ে যাবে। এখন যা করছে বিজেপির হয়ে করছে। মুসলিম অধ্যুষিত এলাকা কেন্দ্রীয় বাহিনী চোষে বেড়িয়েছে যাতে ভোট না পড়ে।