হুগলি, ২০ মে:- গাড়ির ধাক্কায় গুরুতর জখম কেন্দ্র বাহিনী ২ জওয়ান। ঘটনা ঘটেছে চন্ডীতলা থানার মোশাট পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে এই দুজন জওয়ান রাস্তার ধার দিয়ে হেঁটে আসছিল আর তখনই পিছন দিক থেকে আসা একটি চারচকা গাড়িটি সজোরে ধাক্কা মারে। ধাক্কার জোরে দুজন দুদিকে ছিটকে পরে। ঘটনার স্তল থেকে স্থানীয় থানা চণ্ডীতলায় খবর দিলে এসে পৌঁছায় টহল দাড়ি পুলিশ কর্মীরা।
এম্বুলেন্স অপেক্ষায় না থেকে ওই টহলদারি গাড়ি করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় গুরুতর জখম অবস্থায়। ইতিমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে একজনের বাড়ি কোচবিহারের শীতলকুচিতে নাম কেশরীনাথ বর্মন। আরেকজনের নাম সঞ্জয়। নির্বাচনে ডিউটি করতে এসেছিলেন। শেষ পাওয়া খবরে জানা গেছে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে। এবং গাড়িসহ চালক ও গাড়িতে থাকা যাত্রীকে আটক করা হয়েছে।