এই মুহূর্তে কলকাতা

প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের কমিশনের।

কলকাতা, ২০ মে:- হাওড়ার বালি বিধানসভার লিলুয়ায় একটি বুথে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা যৌন হেনস্থার অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের করল নির্বাচন কমিশন। গতকাল ওই মহিলা এজেন্টের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর কমিশন অভিযুক্ত প্প্রিসাইডিং অফিসারের পাশেই দাঁড়িয়েছে।

অভিযোগকারীনের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারের বক্তব্য অনুযায়ী থানায় পাল্টা অভিযোগ জানানো হয়েছে। ওই প্রিসাইডিং অফিসারের অভিযোগ, পোলিং এজেন্ট পরিচয় দেওয়া দুই মহিলাকে নির্দিষ্ট ফর্মে সই করতে বললে একজন তাকে তাঁকে কয়েকটি থাপ্পড় মারেন। পরে উল্টে তার বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তোলেন ওই মহিলা।