হাওড়া, ২১ মে:- হাওড়া লোকসভা কেন্দ্রের দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় লিচুবাগান প্রাইমারি স্কুল এবং মৌলানা জোহার স্কুলের ১৫১, ১৫২, ১৫৩, ১৫৫, ১৫৬ এবং ১৫৭ নং বুথের সিসি ক্যামেরা মিসিং হওয়া সত্বেও সেখানে সংবিধান বহির্ভূত ভাবে গতকাল ভোটগ্রহণ করানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। হাওড়া সদরের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী জানান, ওইসব বুথে সিসি ক্যামেরা ছাড়াই গতকাল ভোটগ্রহণ করা হয় এবং সেখানে অস্বাভাবিক হারে প্রায় ৯০% ভোট পড়েছে বলে আমরা জানতে পারি।
আমরা দলের তরফ থেকে গতকালই এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু তার কোনও সুরাহা হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমেও বিষয়টি তুলে ধরছি। আজ বেলা ১১টায় নির্বাচন কমিশনের যে বৈঠক রয়েছে সেখানে আমাদের দলের তরফ থেকে চিফ ইলেকশন এজেন্ট উপস্থিত থেকে বিষয়টি তুলে ধরবেন। ক্যামেরা কভারিং ছাড়া ভোটিং সংবিধান বহির্ভূত কাজ। আমরা আশা করব নির্বাচন কমিশন এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।