এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় কমিশনের কড়া শাস্তির মুখে তমলুকের বিজেপি প্রার্থী।

কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্বন্ধে চরম কুরুচিকর মন্তব্য করে নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আজ বিকেল পাঁচটা থেকে আগামিকাল বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনও রকম প্রচার করতে পারবেন না৷ এই মর্মে কমিশন আজ নির্দেশিকা জারি করেছে। অভিজিৎ বাবুকে কঠোর ভাবে ভর্ৎসনা করে কমিশন জানিয়েছে, মুখ্যমন্ত্রী সম্পর্কে তাঁর বক্তব্য অত্যন্ত কুরুচিকর। কমিশনের চার পাতার চিঠিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কে তীব্র ভর্ৎসনা করা হয়েছে। একই চিঠি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও পাঠানো হয়েছে। কমিশন তাঁর পর্যবেক্ষণে জানিয়েছে অভিজিৎ বাবুর শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত ইতিহাসের নিরিখে তার এই ধরনের আচরণ অসহনীয়।

আগামী দিনে জনসভায় এই ধরনের মন্তব্য করা থেকে তাঁকে বিরত থাকতেও সতর্ক করে দিয়েছে কমিশন প্রসঙ্গত, গত ১৫ মে তমলুকের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে গত ১৬ মে তৃণমূল কংসেরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে৷ তমলুক লোকসভায় অভিজিত গঙ্গোপাধ্যায়-এর প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এই ইস্যুতে তীব্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ” আসলে বিজেপিতে সবাই শুভেন্দু অধিকারী। মুখ খুললেই নর্দমা।”